গাজীপুরে ভূমিদস্যু ও জালিয়াত চক্রের পক্ষে অবস্থান নিয়ে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার গাজীপুর মহানগর প্রতিনিধি মো. আজিজুল হককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। গাজীপুরে ভূমিদস্যু ও জালিয়াত চক্রের পক্ষে অবস্থান নিয়ে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার গাজীপুর মহানগর প্রতিনিধি মো. আজিজুল হককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিক আজিজুল হক গাজীপুর সদর থানায় মঙ্গলবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগে জানা যায়, গাছা থানার পলাশোনা এলাকায় ‘ঠাকুর দাস মণ্ডল’ নামে এক কথিত বাদীকে ব্যবহার করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র জাল কাগজপত্রের মাধ্যমে নিরীহ মানুষের জমিজমা দখলের অপচেষ্টা চালাচ্ছে। ঘটনাটির সত্যতা যাচাই করতে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে সাংবাদিক আজিজুল হক আদালত এলাকায় গেলে মামলার আইনজীবী ও আওয়ামীপন্থী হিসেবে পরিচিত মো. নবীজুল ইসলাম (গাজীপুর বারের সদস্য নং...