ঠিক দুবছর আগে ইসরায়েল অনুপ্রবেশ করে হামলা চালিয়েছিল হামাস। ওই ঘটনার প্রতিক্রিয়ায় হামাস নির্মূলের শিখণ্ডী খাড়া করে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে প্রায় এক হাজার ২০০ জন নিহত হন। আর প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। এর জবাবে গাজায় ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযানে দুই বছরে ৬৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ওই হামলার দুবছর পূরণ হওয়াকে ঘিরে বিভিন্ন রাষ্ট্র ও সংগঠনের প্রধানদের প্রতিক্রিয়া নিয়ে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ৭ অক্টোবর হামাসের হামলার ভয়াবহতা ও সেই যন্ত্রণা আমরা কখনও ভুলব না। ওই ঘটনায় নিরীহ মানুষ, তাদের পরিবার এবং গোটা ইসরায়েলি জাতির ওপর ভয়াবহ অন্ধকার নেমে এসেছিল। আমরা তাদের স্মৃতিকে সম্মান জানাই। এখন সকল জিম্মির...