বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম আগেরদিন রাতেই জানিয়েছিলেন, ৭ অক্টোবরের মুলতবি সভায়ই তারা সব স্ট্যান্ডিং কমিটি করবেন। যে কথা, সেই কাজ। গতকাল সোমবার নির্বাচনের পর যে সভায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করা হয়, আজ মঙ্গলবার সেই সভার বর্ধিত অংশে ঠিক সবগুলো স্ট্যান্ডিং কমিটি করা হয়েছে। ২৪ স্ট্যান্ডিং কমিটির কোথাও নেই সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমেদ। তবে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সর্বাধিক তিন কমিটির চেয়ারম্যান হয়েছেন। ওয়ার্কিং, বিপিএল ও গ্রাউন্ডস এই তিন কমিটি প্রধানের দায়িত্ব অর্পিত হয়েছে বুলবুলের ওপর। তিনি বোর্ডে নেই। এমনকি কাউন্সিলরও নন। তাই তার বোর্ডে কোনো পদে থাকার কথা নয়। তিনি মানে মাহবুব আনাম তাই আর বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান নন। ক্রিকেট পাড়ার পরিচিত মুখ, প্রতিষ্ঠিত সংগঠক মাহবুব আনামের পরিবর্তে বিপিএলের নতুন চেয়ারম্যান হলেন বিসিবির নতুন নির্বাচিত...