জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একই দিনে করার পরামর্শ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে (ইসি)। মঙ্গলবার (৭ অক্টোবর) ইসির সঙ্গে এক সংলাপে অংশ নিয়ে এমন পরামর্শ দেন নির্বাচন পর্যবেক্ষক ও ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের (ফেমা) সভাপতি মুনিরা খান। যদিও জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনের আগেই গণভোটের পক্ষে মত দিয়েছে। অন্যদিকে বিএনপি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পক্ষে। দুটি ভোট একই দিনে না হলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে দাবি সংশ্লিষ্টদের। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত নির্বাচনী সংলাপে মুনিরা বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের আলোচনা হচ্ছে। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করতে পারেন। আলাদা করলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। অনেকেই আলাদা চাইতে পারে। কিন্তু আপনারা চেষ্টা করেন একই সঙ্গে দুটি ভোট করতে।’ ফেমা...