চট্টগ্রাম নগরে বাসচাপায় মনি আক্তার (২৭) নামে এক গার্মেন্ট কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে নগরের পতেঙ্গা থানার কর্ণফুলী ইপিজেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনি আক্তার চন্দনাইশ উপজেলার দোহাজারী দিয়াকুল এলাকার বাসিন্দা। তিনি কর্ণফুলী ইপিজেডের একটি গার্মেন্টে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গার্মেন্ট কর্মীদের বহনকারী একটি বাস দ্রুতগতিতে এসে ওই নারীকে চাপা দেয়। এতে তার পা থেকে কোমর পর্যন্ত থেঁতলে...