০৭ অক্টোবর ২০২৫, ০৫:১১ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৫:১১ পিএম চোটের কারণে শেষ হয়ে গেল আফগানিস্তান পেসার মোহাম্মদ সেলিমের বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ। তার বদলি হিসেবে আফগান দলে সুযোগ পেয়েছেন আরেক পেসার বিলাল সামি। এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, কুঁচকির ইনজুরির কারণে সিরিজে খেলতে পারবেন না সেলিম। পুনর্বাসনের জন্য বোর্ডের হাই পারফরমেন্স সেন্টারে যাবেন তিনি। ২০২৩ সালে ওয়ানডে দিয়ে অভিষেক হয় ২৩ বছর বয়সী সেলিমের। এরপর আফগানদের হয়ে ১টি টেস্ট ও টি-টোয়েন্টি এবং ২টি ওয়ানডে খেলেছেন তিনি। ক্যারিয়ারের দু’টি ওয়ানডেই তিনি খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। সেলিমের ইনজুরিতে দলে ফিরেছেন ২১ বছর বয়সী সামি। গেল বছরের ডিসেম্বরে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। মাত্র একটি ম্যাচ খেলে দল থেকে বাদ পড়েন সামি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৫ ম্যাচ...