বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, তারেক রহমানের চোখে থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। বাবা, মায়ের মতো তিনি দেশ ও জনগণকে বুকে আগলে রাখবেন। দেশ তাঁকে হাতছানি দিয়ে ডাকছে, তিনি ছুটে আসছেন ধূমকেতুর মতো নিজ মাতৃভূমিতে। ইনশাআল্লাহ বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। মঙ্গলবার দুপুরে হালুয়াঘাটের জুগলি ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সন্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে মুহুর্মুহু স্লোগানের মধ্যে এমরান সালেহ প্রিন্স বলেন তারেক রহমানের হাতে তাঁর বাবর মতো জাদুর কাঠি, বুকে অসীম সাহস ও দৃঢ় মনোবল। বর্তমানে বেগম খালেদা জিয়া ছাড়া তাঁর মতো ভিশনারি নেতা আর কেউ নাই। তিনি মানুষকে শুধু স্বপ্নই দেখান না, বাস্তবায়নও করার সক্ষমতা তাঁর আছে। স্বপ্নবাজ এই নেতার রয়েছে...