জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শাপলা প্রতীকে আইনগত কোনো বাধা নেই। শাপলা প্রতীক নিয়েই এনসিপি নির্বাচনে অংশ নেবে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে এনসিপির জেলা ও উপজেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, ‘তারা (উপদেষ্টা) এত শহীদের ওপরে, রক্তের ওপরে দাঁড়িয়ে ওখানে আছে। তারা যদি এমন দায়সারা দায়িত্ব পালন করে, তাহলে দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবে না।’ তিনি জোর দিয়ে বলেন, অভ্যুত্থান-পরবর্তী একটি সরকার এত বড় আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে দায়সারা দায়িত্ব নিতে পারে না। নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সারজিস আলম উল্লেখ করেন, ‘এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করবে, কারণ শাপলা প্রতীকে আইনগত কোনো বাধা নেই।’ তিনি নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকায় অসন্তোষ প্রকাশ...