তুমুল আলোচনা-সমালোচনার মাঝেই গতকাল শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। প্রথম ধাপে অনুষ্ঠিত হয় পরিচালক নির্বাচন। সেখানে তিন ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হন, দুজন পরিচালক মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় প্রথম বোর্ড মিটিংয়ে বসেছিলেন বিসিবির নির্বাচিত পরিচালকরা। আড়াই ঘণ্টারও বেশি সময় চলে এই সভা। আগেই জানা গিয়েছিল, এই মিটিংয়ে নির্ধারিত হবে স্ট্যান্ডিং কমিটি। ২৩টি কার্যকরী কমিটির দায়িত্ব ভাগ করে দেওয়া হবে নির্বাচিত পরিচালকদের। সেই দায়িত্ব বণ্টন হয়েছে আপাতত দুই মাসের জন্য। স্ট্যান্ডিং কমিটিতে তিনটি বিভাগের দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বিপিএল গভর্নিং কাউন্সিল, গ্রাউন্ডস কমিটি ও ওয়ার্কিং কমিটির দায়িত্বে আছেন তিনি। বিসিবি নির্বাচনে শুরু থেকে যেগুলো ধারণা করা হচ্ছিল, তার...