পঞ্চাশ হাজার কোটি টাকার আমানত সংগ্রহের মাইলফলকে পৌঁছানোর কথা জানিয়েছে ট্রাস্ট ব্যাংক। এ উপলক্ষ উদযাপনে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শাখা ব্যবস্থাপকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আহসান জামান চৌধুরী বলেন, “এই ৫০ হাজার কোটি টাকার মাইলফলকে পৌঁছাতে পেরে আমরা গর্বিত। তবে আমরা আশাবাদী যে ব্যাংকের সাম্প্রতিক ডিজিটাল রূপান্তর ও গ্রাহকদের জন্য আধুনিক ও আকর্ষণীয় পণ্যসমূহের মাধ্যমে আমরা খুব শিগগিরই পরবর্তী মাইলফলক অর্জন করতে সক্ষম হব।” এই অর্জন ট্রাস্ট ব্যাংকের প্রতি “গ্রাহকদের আস্থা, ধারাবাহিক প্রবৃদ্ধি...