যৌন হয়রানি, প্রতারণা ও অপরাধমূলক ভয় দেখানোর মামলায় বেঙ্গালুরুতে নির্মাতা, প্রযোজক ও অভিনেতা বিআই হেমন্ত কুমারকে গ্রেপ্তার করেছে রাজাজিনগর পুলিশ। বর্তমানে তদন্ত চলমান থাকায় বিচারবিভাগীয় কারাগারে রাখা হয়েছে অভিনেতাকে। মঙ্গলবার (৭ অক্টোবর) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, অভিযোগ অনুযায়ী, ২০২২ সালে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। তখন অভিনেত্রীকে ‘থ্রি’ নামের একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন এবং পারিশ্রমিক হিসেবে দুই লাখ টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন। এরপর ওই অভিনেত্রীর সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির সময় ৬০ হাজার টাকা অগ্রিমও দেয়া হয় অভিনেত্রীকে। এ ঘটনায় ভুক্তভোগী অভিনেত্রী অভিযোগ করেছেন, অভিনেতা হেমন্ত শুটিং বেশ বিলম্ব করেছিলেন এবং তাকে খোলামেলা পোশাক পরতে ও অশ্লীল দৃশ্য করতে জোর করেন এবং হয়রানি শুরু করেন। শুটিংয়ের সময় তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। এসব যখন মেনে...