ভারতের সঙ্গে গত মে মাসে সংঘাতে ব্যবহৃত চীনা তৈরি অস্ত্রব্যবস্থার পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেন, এসব চীনা প্ল্যাটফর্ম ‘অসাধারণভাবে কার্যকর’ ছিল। পাকিস্তানি গণমাধ্যম দ্য নিউজ ব্লুমবার্গের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছেজিও নিউজ। ইসলামাবাদ থেকে গত সপ্তাহে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল চৌধুরী বলেন, ‘নিশ্চিতভাবে বলতে পারি, সাম্প্রতিক চীনা সামরিক প্ল্যাটফর্মগুলো তাদের সক্ষমতা অসাধারণভাবে প্রদর্শন করেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা সব ধরনের প্রযুক্তির প্রতি উন্মুক্ত।’ আরও পড়ুনআরও পড়ুন৫ মাস পর পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ভারতীয় বিমানবাহিনী প্রধানের গত মে মাসে চারদিনব্যাপী সংঘাতের সময় পাকিস্তান প্রথমবারের মতো ব্যাপকভাবে আধুনিক চীনা অস্ত্রব্যবস্থা ব্যবহার করে। এর মধ্যে ছিল জে-১০সি যুদ্ধবিমান, যা দিয়ে পাকিস্তান...