শরীয়তপুর গোসাইরহাটে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল, ১০ কেজি ইলিশ জব্দসহ ৭ জেলেকে আটক করা হয়। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা ভরপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানিয়া বিনতে আফজলের ভ্রাম্যমাণ আদালতে এ রায় দেন। নদী ও সমুদ্রে মা ইলিশ রক্ষায় সরকারি ২২ দিনের নিষেধাজ্ঞার তৃতীয় দিন মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৩টা থেকে বেলা ১১টা পর্যন্ত পদ্মা নদীতে যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে জাল রেখে অনেক জেলে পালিয়ে গেলেও ৭ জনকে আটক করে সাজা দেওয়া হয়। দণ্ডিতরা হলেন— উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের ভিমখিল গ্রামের বাসিন্দা শাকিল (১৮), একই ইউনিয়নের বসকাঠি...