আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনের বৈশ্বিক বৈধতার বিষয়ে বলতে ভারতের লজ্জাও করল না।মঙ্গলবার (৭ অক্টোবর) আবরার ফাহাদ দিবস উপলক্ষে ডাকসুর উদ্যোগে আয়োজিত সেমিনারে তিনি এই কথা বলেন। তিনি বলেন, কিছু বাংলাদেশি সাংবাদিক এই মুহূর্তে ভারত সফরে আছেন। তাদের সঙ্গে গতকাল ভারতের পররাষ্ট্রসচিব দেখা করেছেন। সেখানে পররাষ্ট্রসচিব যেসব কথা বলেছেন, সেগুলো থেকেই আপনারা বুঝতে পারবেন—ভারত তার যে আধিপত্যবাদী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি বলেছেন, বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে, তার একটি আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন। যে ভারত ১৫ বছর ধরে একটি ফ্যাসিস্ট ও একনায়কতান্ত্রিক সরকারকে ক্ষমতায় রেখেছিল, তাদের অধীনে নির্বাচনের নামে তিন তিনটি তামাশা প্রস্তুত করেছে, সেই ভারতের সচিবের বলতে এতটুকু লজ্জা হলো না যে বাংলাদেশের নির্বাচনের আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন। মাহমুদুর রহমান তার বক্তব্যে আবরার ফাহাদ সম্পর্কে স্মৃতিচারণ...