অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ২ লাখ ২০ হাজার টন গম এবং ৫০ হাজার টন বাসমতি সিদ্ধ চাল আমদানির পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার (৭ অক্টোবর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির চলতি বছরের ৪০তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে খাদ্য অধিদপ্তর সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের এ্যাগ্রোক্রপ ইনাটারন্যশনাল প্রাইভেট লিমিটেড থেকে ৮২৫ কোটি ৩১ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে ২ লাখ ২০ হাজার টন গম আমদানি করবে। যার প্রতি টনের দাম ৩০৮ মার্কিন ডলার। খাদ্য মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে খাদ্য অধিদপ্তর আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-১ এর আওতায় ভারতের এম.এস বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড, জাওহার নগর, রায়পুর থেকে ২১৯ কোটি ৯ লাখ ৯৯ হাজার টাকায়...