বুধবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ আবরার ফাহাদের ভূমিকা স্মরণে ‘আধিপত্যবিরোধী দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনার তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, ‘শহীদ আবরারের অপরাধ ছিলো, সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলো। সে জাতিকে জাগ্রত করে গিয়েছেন। আমরা লিখেছি, কিন্তু আমাদের লেখালেখি বিমূর্ত ছিলো। শহীদ আবরার সেই সংগ্রামে রক্তমাংসের মানুষ হয়ে উপস্থিত হয়েছিলেন। তার শাহাদাতের পর তরুণরা জেগে উঠেছিলো, জুলাই বিপ্লবের বীজ বপন হয়েছিল তখনই।’ অনুষ্ঠানের উদ্বোধন করেন শহীদ আবরার ফাহাদের পিতা মো. বরকত উল্লাহ। প্রধান অতিথি ছিলেন ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হুমায়ুন কাদের চৌধুরী, রেজাউল করিম রনি, ড. মোহাম্মদ আব্দুর রব, ইলিয়াস সিদ্দিক ইসলাম, শরিফ ওসমান হাদি, আবরার ফাইয়াজ ও রায়হান সালমান রিহাত...