এরা দুজনই বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের গোপালকাটি এলাকার বাসিন্দা। গত শুক্রবার এ হত্যাকান্ডের পর বাগেরহাট জেলা ডিবি পুলিশের ওসি শরিফুল ইসলামের নেতৃত্বে গঠিত একটি বিশেষ দল ঘাতকদের আটকে অভিযানে নামে। এক পর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে অভিযানকারীরা রোববার রাতে ঢাকার আশুলিয় থানার পল্লি বিদ্যুৎ এলাকার “নিউ গোল্ডেন সিটি” আবাসিক হোটেলের ৪র্থ তলার ১১৮ নম্বর কক্ষ থেকে দুই আসামিকে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা হত্যাকান্ডের নেপথ্য কাহিনী ও হত্যাকান্ডের ঘটনা স্বীকার করে বলে বাগেরহাট পুলিশ অফিস জানায়। চাঞ্চল্যকর এ মামলাটির তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের এসআই স্নেহাশিস দাস বলেন, গ্রেপ্তার হওয়া দুই আসামী সোমবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। এজাহারনামীয় সহ বাকী আসামীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট জেলা শহরের উত্তর হাড়িখালী এলাকায় নিজ বাড়ীর...