ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস (সহকারী সাধারণ সম্পাদক) মহিউদ্দিন খান বলেছেন, এখন ঢাবি শিক্ষার্থীদের নিয়ে কাজ করার সময়। ইতিবাচক ক্যাম্পাস ও ইতিবাচক শিক্ষা পরিবেশ তৈরীর করার জন্য যে কাজ গুলো করা দরকার ইতোমধ্যে কিছু করতে পেরেছি। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) জয়পুরহাটের হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার পক্ষ থেকে এজিএস নির্বাচিত হওয়ায় মহিউদ্দিনকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ জি এস মহিউদ্দিন খান বলেন, জুলাই আন্দোলনের পরবর্তী পরিবেশে যখন আমরা দেখেছি যে, শিক্ষার্থীদের নিয়ে কাজ করার সুযোগ এসেছে তখন আমরা শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছি। এই কাজ করাকে ইতিবাচক হিসাবে গ্রহণ করে ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে আমাদেরকে জয়ী করেছেন। এখন সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে কাজ করার। ইতিবাচক ক্যাম্পাস ও ইতিবাচক শিক্ষা পরিবেশ তৈরীর করার জন্য...