নিহতরা হলেন- কালিহাতী উপজেলার কোনাবাড়ী এলাকার জাহের আলী (৪৫) ও বানিয়াফৈর এলাকার মুক্তার আলী (৪২)। এ ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী নির্মাণশ্রমিক কালাম মিয়া জানান, নির্মাণশ্রমিকরা ঘুনি সালেঙ্গা এলাকায় ঢালাইয়ের কাজ শেষে পিকআপভ্যানযোগে এলেঙ্গার দিকে যাচ্ছিলেন। অপরদিকে একটি ট্রাক ঘটনাস্থলে আসলে সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানে থাকা শ্রমিকরা সড়কে পড়ে যান। স্থানীয় লোকজন ১২ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত...