০৭ অক্টোবর ২০২৫, ০৫:০১ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৫:০১ পিএম প্রকৃতির বাগড়ায় দৈর্ঘ্য কমে আসা ম্যাচে চ্যালেঞ্জিং সংগ্রহই গড়েছিল ঢাকা বিভাগ। কিন্তু ইয়াসির আলির ঝড়ো ফিফটিতে শুরুর ধাক্কা কাটিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নিল চট্টগ্রাম বিভাগ। জাতীয় লিগ টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের ২৭তম ম্যাচে মঙ্গলবার চট্টগ্রামের জয় ৫ উইকেটে। ১৩ ওভারে নেমে আসা ম্যাচে ৬ উইকেটে ১১৯ রান তোলে ঢাকা। ৪ বল হাতে রেখে লক্ষ্য পূরণ করে চট্টগ্রাম। ২৭ বলে অপরাজিত ৫৩ রানের ইনিংসে চট্টগ্রামের জয়ের নায়ক ইয়াসির। চট্টগ্রামের এটি টানা দ্বিতীয় জয়। অন্যদিকে টানা দ্বিতীয় পরাজয়ের তিক্ততা পেল ঢাকা। সব মিলিয়ে টানা তিনম্যাচ তারা জয়হীন। ঢাকা মেট্রোর সঙ্গে তাদের ম্যাচটি বৃষ্টির বাধায় পরিত্যক্ত হয়। এই জয়ে শীর্ষস্থান পোক্ত হলো চট্টগ্রামের। ৭ ম্যাচে ৫ জয়ে তাদের পয়েন্ট ১১।...