০৭ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ পিএম বিশ্বকাপ বাছাইপর্বে আসন্ন দুটি ম্যাচকে সামনে রেখে স্পেন জাতীয় দলে যোগ দিচ্ছেন না ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রড্রি হার্নান্দেজ। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিনি দল থেকে ছিটকে গেছেন বলে স্পেন জাতীয় দলের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। বাছাইপর্বে আগামী ১১ অক্টোবর জর্জিয়া ও ১৪ অক্টোবর বুলগেয়িার মুখোমুখি হবে স্পেন। রোববার ব্রেন্টফোর্ডের বিপক্ষে প্রিমিয়ার লিগে ম্যান সিটির ম্যাচে ২১ মিনিটে ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ২৯ বছর বয়সী রড্রি। হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করায় তিনি খেলতে অপরাগতা জানান। ২০২৪ সালে স্পেনের ইউরো জয়ী দলের মূল কান্ডারি ছিলেন রড্রি। ঐ বছর সেপ্টেম্বরে হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়ে গত মৌসুমের প্রায় বেশীরভাগ সময়ই মাঠের বাইরে ছিলেন। ২০২৪ ব্যালন ডি’অর জয়ী রড্রির পরিবর্তে অন্য...