সাতক্ষীরার কালিগঞ্জে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এক মানসিক ভারসাম্যহীন নারীর গর্ভে জন্ম নেওয়া কন্যাশিশুটিকে দত্তক নিয়েছেন উপজেলার নলতা ইউনিয়নের মাঘুরালি গ্রামের রুমানা-আশিকুর দম্পতি।মঙ্গলবার (০৭ অক্টোবর) উপজেলা সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডলের উপস্থিতিতে উপজেলা পরিষদ মিলনায়তনে দত্তক কার্যক্রমটি সম্পন্ন হয়।মাত্র ২১ দিন বয়সী শিশুটির নাম রাখা হয়েছে আফিফা জান্নাত। দত্তক কার্যক্রম শেষে ইউএনও অনুজা মণ্ডল নিজ হাতে নবজাতককে নতুন বাবা-মায়ের কোলে তুলে দেন এবং তার দুই পায়ে নূপুর পরিয়ে দেন।এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বুলবুল কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।ডাকসুর এজিএস মহিউদ্দীনকে শৈশবের শিক্ষাপ্রতিষ্ঠানে সংবর্ধনা মঙ্গলবার (০৭ অক্টোবর) উপজেলা সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডলের উপস্থিতিতে উপজেলা পরিষদ মিলনায়তনে...