প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে বিআইডব্লউটিএ, বিআইডব্লউটিসি, রেলওয়ে, চা বোর্ড, শিপিং কর্পোরেশনসহ ১০টি সেক্টর কর্পোরেশনের সদর দফতর ঢাকা থেকে সরিয়ে বিভিন্ন বিভাগীয় শহরে স্থানান্তরের নির্দেশ দেন। তাঁর নির্দেশ অনুযায়ী বিআইডব্লউটিএ এবং বিআইডব্লউটিসির সদর দফতর বরিশালে, চা বোর্ডের সদর দফতর সিলেটে, শিপিং কর্পোরেশন ও রেলওয়ের সদর দফতর চট্টগ্রামে স্থানান্তর করা হয়।স্থানান্তর করা হয় রাষ্ট্রপতির নির্দেশিত আরও ৫টি সেক্টর কর্পোরেশনের সদর দফতর। রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর মেধা ও রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে বুঝেছিলেন প্রশাসনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে বিকেন্দ্রীকরণ করতে হবে। তিনি বুঝেছিলেন বিকেন্দ্রীকরণ ছাড়া কাঙ্ক্ষিত উন্নয়ন হবে না। সেই সাথে তিনি বলেছিলেন ঢাকাকেন্দ্রিক উন্নয়নে জনসংখ্যার ক্রমাগত বৃদ্ধি এক সময় ঢাকা নগরীকেই অচল করে ফেলবে। তাই তিনি প্রথম পর্যায়ে ১০টি সেক্টর কর্পোরেশনের দফতর ঢাকা থেকে দ্রুত বিভিন্ন বিভাগীয় শহরে স্থানান্তরের নির্দেশ...