যশোর সদর উপজেলায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (আজ) দুপুরে সাতমাইল ও ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সুলতানপুর গ্রামের হোসেন আলীর ছেলে মুজাহিদ (৭), রসুলপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী রহমত বিশ্বাস জীবনের ছেলে আপন (৮) এবং দোগাছিয়া গ্রামের বিপুল হোসেনের ছেলে তাওহীদ হাসান (৫)। আপনের চাচা শহিদুল ইসলাম বিশ্বাস জানান, আপন মায়ের সঙ্গে সাতমাইল গ্রামে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। দুপুর ১২টার দিকে সে খালাতো ভাই মুজাহিদের সঙ্গে বাড়ির পাশে লাউখালি বাওড়ে মাছ ধরতে নামে। একপর্যায়ে দুজনই পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম বলেন, শিশু দুজনকে...