ভৈরব পৌরসভা স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ও পাদুকা শিল্প খাতের সমৃদ্ধিকে কেন্দ্র করে আঞ্চলিক প্রচারণা বিষয়ক সেমিনার এবং প্রশিক্ষণের আয়োজন করেছে।মঙ্গলবার (০৭ অক্টোবর) উপজেলা পরিষদ মাঠে এ প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।সেমিনারের অংশ হিসেবে দুই দিনব্যাপী প্রশিক্ষণে ভৈরব ও আশেপাশের ৮টি পৌরসভার (কিশোরগঞ্জ, বাজিতপুর, কটিয়াদী, কুলিয়ারচর, নবীনগর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ) ৭০ জন পৌর কর্মকর্তা এবং ব্যবসায়ীরা অংশ নেন।এ আয়োজনে সহযোগিতা করেছে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প- প্রবৃদ্ধি (PRABRIDDHI) যা অর্থায়ন করছে সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকার, বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ ও সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নাহিদ হাসান খান, বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের রিজিওনাল এডভাইজর ড্যানিয়েল ভ্যালেঙ্গি, এবং সুইসকন্ট্যাক্ট PRABRIDDHI প্রকল্পের...