নওগাঁর ধামইরহাটে রাস্তার পাশ থেকে নিতাই চন্দ্র দাস (৩৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগের নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার ফতেপুর-চকগৌরী গ্রামীণ রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিতাই চন্দ্র দাস উপজেলার আড়ানগর ইউনিয়নের সেননগর রবিদাস পাড়া এলাকার বিনয় দাসের ছেলে। তিনি আড়ানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নিহত নিতাই চন্দ্র দাস নিজ বাড়ি থেকে বের হন। সন্ধ্যার পর তিনি বাড়িতে ফেরেননি। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এক পর্যায়ে অনেক খোঁজাখুঁজির পরে ফতেপুর-চকগৌরী রাস্তার পাশে সকালে তার মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে...