জানা গেছে, ডা. শেখ ফয়সাল আহমেদ কয়েক বছর ধরে সাতক্ষীরাতে চাকরি করায় সদর হাসপাতালের সামনে ‘হার্ট ফাউন্ডেশন অ্যান্ড ইনসেনটিভ কেয়ার হাসপাতাল’ নামে একটি বেসরকারি হাসপাতাল গড়ে তুলেছেন। তার বিরুদ্ধে এর আগে তুলে নিয়ে সাংবাদিক পেটানো, গ্রাম ডাক্তার দিয়ে অপারেশন করে রোগীদের অঙ্গহানি, ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বা হত্যাসহ নানা অপকর্মের অভিযোগ আছে।এদিকে, গত ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে সিভিল সার্জনের দপ্তরে সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক ডা. মো. আবদুস সালামকে অকথ্য ভাষায় গালাগাল ও মারমুখি আচরণ করার অভিযোগ উঠেছে ফয়সাল আহম্মেদের বিরুদ্ধে। এ বিষয়ে ৫ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন সিভিল সার্জন।সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক ডা. মো. আবদুস সালাম জানান, হাসপাতালের স্বেচ্ছাসেবকদের অনুপ্রবেশ বন্ধের বিষয়ে জানতে এসে ডা. ফয়সাল ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে গালাগাল করেন এবং একপর্যায়ে মারমুখী আচরণ করেন।...