চ্যাটজিপিটি পালস-এ এখনই কোনো বিজ্ঞাপনের পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে অ্যাপটিতে বিজ্ঞাপন যোগের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান। সোমবার যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে কোম্পানিটির ‘ডেভডে’ ইভেন্টে সাংবাদিকদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে অল্টম্যান বলেছেন, সম্প্রতি চালু হওয়া চ্যাটজিপিটি পালস ফিচারটি তার ‘খুবই পছন্দের ফিচারগুলোর’ মধ্যে একটি। তবে ভবিষ্যতে অ্যাপটিতে বিজ্ঞাপন থাকবে কি না তা অল্টম্যান স্পষ্ট করেননি বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ। ওপেনএআইয়ের তৈনি নতুন এক ফিচার চ্যাটজিপিটি পালস, যেখানে ব্যবহারকারীদের জন্য ‘পার্সোনালাইজেশন’ আরও উন্নত করেছে কোম্পানিটি। চ্যাটজিপিটিকে ব্যবহারকারীর আলাপ ও এতে সংযোগ রয়েছে এমন বিভিন্ন অ্যাপ থেকে শেখার সুযোগ দেয় এ নতুন ফিচারটি। এরপর চ্যাটজিপিটি রাতভর ব্যবহারকারীর নানা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে এবং সকালে তার কাছে ‘ডেইলি পালস’ বা দৈনিক সারসংক্ষেপ উপস্থাপন করে। চ্যাটজিপিটি পালস-এর মধ্যে...