ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদে পরিচালক (স্বতন্ত্র) হিসেবে নিয়োগ পেয়েছেন।মঙ্গলবার (০৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শারমিন আক্তার বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। এ ছাড়া আরও ৬জনকে পরিচালক এবং ২ জনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ আগস্ট অনুষ্ঠিত ব্যাংকের ৬৭তম পর্ষদ সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে মনোনীত সৈয়দ রফিকুল হক, মোহাম্মদ তফাজ্জুল হোসেন এবং মো. মোর্শেদ হাসান খানকে আপনাদের ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে (প্রথম মেয়াদে) নিযুক্তিতে অনুমোদন প্রদান করা হলো।উল্লেখ্য, অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে এসএসসি ও এইচএসসিতে...