০৭ অক্টোবর ২০২৫, ০৫:৫৪ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৫:৫৪ পিএম কয়েকদিনের টানা বর্ষা এবং উজানের ঢলে বিপৎসীমার ওপর দিয়ে প্লাবিত হওয়া তিস্তা নদীর পানি মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ২টা থেকে কমতে শুরু করছে তবে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার পানি কমলেও নদীতে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। এই ভাঙনে নদীর তীরবর্তী এলাকার মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, উঠতি আমন ক্ষেতসহ ফসলি জমি। গত ৭২ ঘণ্টায় উপজেলার কাপাসিয়া ইউনিয়নের উত্তর লালচামার গ্রামে প্রায় ৫০টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের আতঙ্কে পড়েছে ভোরের পাখি গ্রামের দুই শতাধিক পরিবার ইতোমধ্যেই তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের ঘরবাড়ি সরিয়ে নিতে বাধ্য হচ্ছে তারা। তিস্তার পানি বাড়ায় চরের নিম্নাঞ্চলের এলাকাগুলো প্লাবিত হয়েছে। তাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নৌকা ছাড়া বা...