‘অতীতে দলের পক্ষে কাজ না করলে অ্যাকশন (ব্যবস্থা নেওয়া) হতো আর এখন নিরপেক্ষভাবে কাজ না করলেই অ্যাকশনে যাবে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণ কর্মকর্তা দলীয়ভাবে কাজ করলে ব্যবস্থা নেবে কমিশন।’ মঙ্গলবার নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সিইসি বলেন, জেন্ডার ফ্রেন্ডলি স্বচ্ছ নির্বাচন করতে চায় ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসে নির্বাচন কমিশন। এতে সাবেক ইসি কর্মর্কতা মোহাম্মদ জাকারিয়া, ফেমার প্রেসিডেন্ট মুনীরা খান, সাবেক ইসি কর্মর্কতা মুহাম্মদ নুরুজ্জামান তালুকদার, নারী অধিকারকর্মী খুশী কবীর, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মোসলেম, নারী সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক প্রমুখ বক্তব্য রাখেন। সকালের পর্বে সংলাপে যোগ দেওয়া ১০ জন নির্বাচন বিশেষজ্ঞ কমিশনকে বলেন,...