রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামিকে কারাগারে নেওয়া হয়। বরগুনার পাথরঘাটা উপজেলায় স্ত্রীকে হত্যার মামলায় তার স্বামী ও সতীনসহ তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক বেগম লায়লাতুল ফেরদৌস। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে ছিলেন।আরো পড়ুন:সন্তানকে কুপিয়ে পুকুরে ফেলে হত্যা করলেন বাবামোহনগঞ্জে মুদি দোকানদারকে গলাকেটে হত্যা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কবির তালুকদার (৫৯), তার দ্বিতীয় স্ত্রী এলাচী বেগম (৫০) ও এলাচী বেগমের ছেলে সুজন (৩০)। বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি রঞ্জুয়ারা শিপু বলেন, ‘‘চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আমরা তথ্যপ্রমাণ উপস্থাপন করে আসামিদের দোষী সাব্যস্ত করতে পেরেছি। তিনজনের মৃত্যুদণ্ড হয়েছে। আমরা ন্যায় বিচার পেয়েছি।’’ রায়ের পর মামলার বাদী...