বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। এবার বোর্ডের গুরুত্বপূর্ণ একটি কমিটির দায়িত্বও পেয়েছেন তিনি। নির্বাচনের পরদিন মঙ্গলবার (৭ অক্টোবর) প্রথম বৈঠকে বসে বিসিবি নতুন পরিচালনা পর্ষদ। সে বৈঠকে বোর্ডের বিভিন্ন কমিটির দায়িত্ব বণ্টন করা হয়। আসিফ আকবর পেয়েছেন এইজ গ্রুপের দায়িত্ব। তিনি মূলত দেশের ক্রিকেট ভবিষ্যৎ প্রজন্ম তথা বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন। সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে থাকবেন নাজমুল আবেদীন ফাহিম। এর আগের বোর্ডেও তিনি একই দায়িত্বে ছিলেন। আরও পড়ুনআরও পড়ুনসাবেক সভাপতি ফারুক বিসিবির নতুন সহ-সভাপতি ফাইন্যান্সের গুরুত্বপূর্ণ দায়িত্ব গেছে নাজমুল ইসলামের কাঁধে। ডিসিপ্লিনারি কমিটির দেখভালের দায়িত্বে ফাইজুর রহমান। ইশতিয়াক সাদেক দেখবেন গেম ডেভেলপমেন্ট। গ্রাউন্ডসের দায়িত্বে থাকবেন- আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া ফ্যাসিলিটিস শাহনিয়ান তানিম ও আম্পায়ারস কমিটি দেখবেন...