এখন থেকে যখন সকালে অ্যালার্ম বাজবে, স্ক্রিনে দেখা যাবে একটি স্লাইড বাটন। ব্যবহারকারীকে সেটি বাম দিক থেকে ডান দিকে টেনে আনতে হবে, তবেই বন্ধ হবে অ্যালার্ম। এই পরিবর্তনের উদ্দেশ্য হলো ঘুমের মধ্যে ভুল করে অ্যালার্ম বন্ধ করা ঠেকানো। অনেক সময় ব্যবহারকারীরা ঘুমের ঘোরে ভুল করে ‘স্টপ’ বোতাম চেপে অ্যালার্ম বন্ধ করে ফেলেন এবং আবার ঘুমিয়ে পড়েন। নতুন এই ফিচার সেই সমস্যার সমাধান দেবে বলে মনে করা হচ্ছে। অ্যাপল গত সেপ্টেম্বর মাসে আইওএস ২৬ এনেছে। এতে ফোন, রিমাইন্ডার এবং অ্যালার্ম অ্যাপে বড় ভিজুয়াল পরিবর্তন এসেছে। নতুন আপডেটে ব্যবহারকারীরা এখন নিজেদের মতো করে স্নুজ সময় ঠিক করতে পারেন। এতে এক থেকে ১৫ মিনিট পর্যন্ত যে কোনো সময় নির্ধারণ করা সম্ভব। আইওএস ২৬-এ স্নুজ ও স্টপ বোতাম দুটো এখন আকারে বড়, ফলে ব্যবহারকারীরা...