বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন হয়েছে সোমবার। সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সহ-সভাপতি মো. শাখাওয়াত হোসেন এবং ফারুক আহমেদ। নতুন মেয়াদে তারা আগামী ৪ বছর বিসিবির পরিচালনা পর্ষদের নেতৃত্ব দেবেন। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক বলছেন, এই নির্বাচন নিয়ে যে প্রত্যাশা ছিল তা প্রশ্নবিদ্ধ হয়েছে। আমিনুল হক মঙ্গলবার রাজধানীর পল্টনে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। বলেন, ‘ক্রীড়া উপদেষ্টা ও তাদের সহচরদের যে স্বেচ্ছাচারিতা তা বিসিবি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে এই ধরনের স্বেচ্ছাচারিতা যারা ক্রিকেটপ্রেমী রয়েছে তাদের এবং সবাইকেই প্রশ্নবিদ্ধ করেছে। এ বিষয়টি আমাকে অত্যন্ত পীড়া দিয়েছে।’ ‘বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমরা যেভাবে চিন্তা করি, নির্বাচন নিয়ে যেভাবে...