নিহতরা হচ্ছেন- কালিহাতীর উপজেলার পাইকড়া ইউনিয়নের কোনাবাড়ী এলাকার জহের আলী (৪৫) ও সহদেবপুর ইউনিয়নের বানিয়াফৈর এলাকার মুক্তার আলী (৪২)। আহতরা হচ্ছেন, বানিফৈর এলাকার করিমের ছেলে উজ্জল (৩০), ফজল (৫০), জয়নাল আবেদীনের ছেলে মফিজ (৪৫), মৃত খলিলের ছেলে সোলাইমানসহ (২২), অনান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন। প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক কালাম মিয়া জানান, নির্মাণ শ্রমিকরা উপজেলার ঘুনি সালেঙ্গা এলাকায় ঢালাইয়ের কাজ শেষে পিকআপ ভ্যানযোগে এলেঙ্গার দিকে যাচ্ছিলেন। অপর দিকে একটি ট্রাক ঘটনাস্থলে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা শ্রমিকরা সড়কে পড়ে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা অন্তত ১২ জন আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে...