আবরার ফাহাদের এই শাহাদাতের মধ্য দিয়ে পুরো একটা প্রজম্ম জেগে উঠেছিল। শুধুমাত্র বুয়েট নয়, বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সকল শ্রেণীপেশার মানুষ এবং দেশের বাহিরে অনেক মানবাধিকার সংস্থা থেকে প্রতিবাদ জানানো হয়েছিল। আবরার ফাহাদ আমাদের মাঝ থেকে হারিয়ে যায়নি তার জীবনের যে সেক্রিফাইস এটার মধ্যে দিয়ে আমাদের প্রজম্মের চোখ খুলে দিয়েছেন। সে চেতনাবোধকে ভবিষ্যত প্রজম্ম ধারণ করবে। অদূর ভবিষ্যতে ক্যাম্পাসে এবং কোথাও কোন ধরণের নিপীড়ন, আধিপত্যবাদ বিরাজ করা কোনভাবেই সম্ভব হবে না বলে আমরা বিশ্বাস করি। মঙ্গলবার (৭ অক্টোবর) কুমিল্লা মহানগর ছাত্রশিবির আয়োজিত ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ও সিরাতপাঠ প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য তিনি এ কথা বলেন। ছাত্রলীগ ও আওয়ামী লীগ প্রসঙ্গে শিবির সভাপতি বলেন, সম্প্রতি আমরা লক্ষ্য করছি ঢাকাসহ বিভিন্ন জেলা শহরে তারা গোপনে ঝটিকা মিছিল করছে।...