এ মাসেই বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ। পূর্ণাঙ্গ সূচি কয়েকদিন আগে জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যাতে পরিবর্তন আনা হয়েছে। সিরিজটি সামনে রেখে ১৫ অক্টোবর বাংলাদেশে পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ। নতুন সূচি অনুযায়ী ১৮ অক্টোবর প্রথম ওয়ানডেটি খেলবে দুদল। বাকি দুটি ম্যাচ গড়াবে ২১ ও ২৩ অক্টোবর। আগে দ্বিতীয় ওয়ানডে ২০ অক্টোবর হওয়ার কথা ছিল। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ২৭, ২৯...