সকল ঈমানি দল ও শক্তিকে একসাথে নিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্য করে আগামী নির্বাচনে জামায়াত অংশ নেবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম। মঙ্গলবার সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মাওলানা আবদুল হালিম বলেন, ৫৪ বছর যারা দেশ শাসন করেছে, তারা ইনসাফ কায়েম করেনি। আগামীতে সকল বিভাজন, বিভেদ মুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে ধর্ম, বর্ণ দিয়ে মানুষকে বিভাজন করা হবে না। অতীতে জামায়াতের কেউ দুর্নীতি করেননি উল্লেখ করে জামায়াতের এই কেন্দ্রীয় নেতা বলেন, জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশের মালিক হবে না, সেবক হবে। ক্ষমতাকে অর্থ উপার্জনের উৎস হিসেবে ব্যবহার করবে না। ৫৪ বছরে জামায়াতের হাতে একটিও সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি। আমরা সম্প্রীতির...