সাড়ে ছয় মাস, ১৯৫ দিনের দীর্ঘ বিরতির পর আবার জাতীয় দলে ফিরেছেন রদ্রিগো- সময়টা তার কাছে মনে হচ্ছে যেন অনন্তকাল। তবে, কঠিন সেই সময় পেছনে ফেলে, প্রথমবার কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে ডাক পেয়ে নিজের সেরাটা দিতে প্রস্তুত রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। আনচেলত্তির কোচিংয়ে রেয়াল মাদ্রিদে বেশ লম্বা সময় খেলেছেন রদ্রিগো। সেই সময়ে স্প্যানিশ ক্লাবটির অসাধারণ কিছু অর্জনের নায়কও ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। তাই তার সামর্থ্য সম্পর্কে যথেষ্টই জানেন অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ। সেই তিনিই গত মে মাসে রেয়াল ছেড়ে দায়িত্ব নেন ব্রাজিল জাতীয় দলের। কিন্তু জুন ও সেপ্টেম্বরের চারটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের স্কোয়াডে রদ্রিগোকে নেননি আনচেলত্তি। জাতীয় দলে ডাক না পাওয়াটা স্বাভাবিকভাবেই ভীষণ হতাশার ছিল ২৪ বছর বয়সী ফরোয়ার্ডের জন্য। তার বাদ পড়ার পেছনে অবশ্য যৌক্তিক কারণও ছিল। গত মৌসুমের শেষ...