দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরকোন্ডা-রাশমিকা মান্দানার বাগদানের গুঞ্জনের রেশ না কাটতেই দুর্ঘটনার গুঞ্জন শুরু হয়। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় তেলেঙ্গানার জগুলাম্বা গাদোয়াল জেলার আন্দাভালিতে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন বিজয় দেবরকোন্ডা।খবরটি ছড়িয়ে পড়তেই ভক্তদের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়। ভক্তদের আশ্বস্ত করে ‘এক্স’ হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘সব ঠিক আছে গাড়িটা সামান্য ধাক্কা খেয়েছে, কিন্তু আমরা সবাই ভালো আছি। বরং আমি শক্তি বাড়ানোর জন্য ওয়ার্কআউট করে মাত্র বাড়ি ফিরলাম। মাথায় একটু ব্যথা করছে,তবে একটা বিরিয়ানি আর ঘুমেই সব ঠিক হয়ে যাবে। ’ তিনি আরও লিখেন,‘আপনাদের আন্তরিকভাবে একটা আলিঙ্গন আর ভালোবাসা জানাই। খবর দেখে দুশ্চিন্তা করবেন না। ’ ভারতীয় গণমাধ্যমের বরাতে, দুর্ঘটনার সময় বিজয় গাড়ির ভেতরেই ছিলেন, তবে অক্ষত অবস্থায় তিনি ফিরে এসেছেন। রাশমিকা মান্দানার সঙ্গে বিজয়ের বাগদানের গুঞ্জন এখনো থামেনি। সম্প্রতি পরিবারের...