জুলাই-অগাস্ট আন্দোলনের মধ্যে নিহত কয়েকজনের লাশ আশুলিয়া থানার ওসির নির্দেশে ব্যানার দিয়ে ঢেকে দেওয়ার কথা জানিয়েছেন এক কনস্টেবল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলায় দেওয়া সাক্ষ্যে এ কথা বলেন কনস্টেবল রাশেদুল ইসলাম (৪৬)। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল তার সাক্ষ্যগ্রহণ করে। ২০২৪ সালের ৫ অগাস্ট রাশেদুল ঢাকার আশুলিয়া থানায় ড্রাইভার কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। সাক্ষ্যে তিনি বলেন, ওইদিন তার কোনো ডিউটি ছিল না। থানা ভবনের চতুর্থতলায় অবস্থান করছিলেন। বিকাল ৪টা থেকে সাড়ে ৪টার সময় থানা ভবনের জানালা দিয়ে দেখেন, নিচে লোকজন হৈচৈ করছে। এ সময় গুলির শব্দও শোনেন। সেখানে থাকা নিরাপদ না মনে করে নিচে নেমে আসেন এবং থানার মূল গেটের বাম দিকে রাস্তার উপর একটি ভ্যানের উপর লাশের স্তূপ দেখতে পান। কনস্টেবল...