পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সোশ্যাল মিডিয়া টিমের সদস্য সানাম জাভেদকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার পেশাওয়ার থেকে তাকে জোরপূর্বক আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে পিটিআই। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি জানায়, সানাম জাভেদের গাড়ি থামিয়ে তাকে জোর করে নামিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি গাড়ি এসে সানাম জাভেদের গাড়ির পথ আটকে দেয়। এরপর অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে টেনে অন্য একটি গাড়িতে তুলে নিয়ে যায়। পিটিআই নেতা শেখ ওয়াকাস আকরাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে বলেন, ঘটনাটি একদম প্রকাশ্য রাস্তায় ঘটেছে, সবাই দেখেছে কীভাবে...