নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৮ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যা গত অর্থবছরের ৩.৯৭ শতাংশের থেকে বেশ উন্নত। মূল্যস্ফীতি কমে আসা এবং ব্যক্তিখাতের ভোগব্যয়ের বৃদ্ধিই এ প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছে। তবে রাজনৈতিক অনিশ্চয়তা এবং ব্যাংক খাতের দুর্বলতার কারণে বিনিয়োগে কিছু বাধা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ (৭ অক্টোবর) প্রকাশিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক বিশ্বব্যাংকের প্রতিবেদনে এই পূর্বাভাস জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রবৃদ্ধির ধারা আগামী অর্থবছরেও অব্যাহত থাকতে পারে। গত সপ্তাহে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) জানিয়েছিল, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি ৫ শতাংশে পৌঁছতে পারে। এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জ্যঁ পেম বলেছেন, “বাংলাদেশকে এলডিসি (কম আয়ের দেশ) থেকে উত্তরণে জোরেশোরে প্রস্তুতি নিতে হবে। এই উত্তরণে...