বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড মিটিং হয়ে গেলো আজ মঙ্গলবার। যেখানে বিভিন্ন কমিটির দায়িত্ব পরিচালকদের মাঝে ভাগ করে দেওয়া হয়েছে। এতে সহ-সভাপতি ফারুক আহমেদকে অবশ্য কোনও কমিটিতে রাখা হয়নি। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই বিপিএলসহ আরও দুটো কমিটি নিজের কাছে রেখেছেন। ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বে রয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। আর মিডিয়া কমিটিতে আমজাদ হোসেন। সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট পেয়েছেন হাই পারফরম্যান্স তথা এইচপি বিভাগের দায়িত্ব। ওয়ার্কিং কমিটি- আমিনুল ইসলাম বুলবুলক্রিকেট পরিচালনা- নাজমুল আবেদীন ফাহিমঅর্থ কমিটি- এম নাজমুল ইসলাম, ভাইস–চেয়ারম্যান আমজাদ হোসেনডিসিপ্লিনারি কমিটি- ফায়াজুর রহমানগেম ডেভেলপমেন্ট- ইশতিয়াক সাদেকটুর্নামেন্ট কমিটি- আহসান ইকবাল চৌধুরীবয়সভিত্তিক ক্রিকেট- আসিফ আকবরগ্রাউন্ডস কমিটি- আমিনুল ইসলাম বুলবুল, ভাইস চেয়ারম্যান –রাহাত সামসফ্যাসিলিটিজ কমিটি- শাহনিয়ান তানিম নাভিনআম্পায়ার্স কমিটি- ইফতেখার রহমানমার্কেটিং কমিটি- শাখাওয়াত হোসেনমেডিকেল কমিটি- মনজুর আলমটেন্ডার...