শারীরিকভাবে ভালো নেই অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তিনি অ্যামেলোব্লাস্টোমা-তে আক্রান্ত। যার ফলে চোয়াল ও ঘাড়ের কাছে টিউমার আকৃতি দেখা যায়। এই রোগ থেকে আরোগ্য লাভের জন্য শরীরে অস্ত্রোপচার করাচ্ছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্ট দিয়ে অস্ত্রোপচারের কথা জানিয়ে দোয়া চেয়েছেন ‘কাঠবিড়ালি’ খ্যাত এই অভিনেত্রী। স্পর্শিয়া লেখেন, আমার অ্যামেলোব্লাস্টোমা ধরা পড়েছে এবং গত কয়েকদিন ধরে অস্ত্রোপচারের আগের চিকিৎসা চলছিল। আজ নির্ধারিত অনুযায়ী অস্ত্রোপচার করা হচ্ছে। এই মুহূর্তে, আমি যোগাযোগ করতে বা আমার ফোন ধরতে পারছি না। স্পর্শিয়া বলেন,...