সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আওয়ামী লীগের শাসনব্যবস্থা ছিল একটি অসুস্থ ও দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থা।মঙ্গলবার টঙ্গী শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প পরিদর্শন করে উপদেষ্টা এ কথা বলেন।শারমীন এস মুরশিদ বলেন, সব জায়গায় শুধু দুর্নীতি। যেখানে হাত দিচ্ছি সেখানেই ঝাড়ু দিতে হচ্ছে। মুক্তার মতো একটি কারখানা স্বয়ংসম্পূর্ণ হওয়া উচিত ছিল। এর চেয়ে বেসরকারি সেক্টরে অনেক ছোট প্রকল্প আছে যা স্বয়ংসম্পূর্ণ। সেখানে ভর্তুকি দিতে হয় না। আমি যদি সময় পাই তাহলে মুক্তা পানিকে বছরে বাইশ কোটি টাকা ভর্তুকি দেওয়া বন্ধ করে দেবো।তিনি আরো বলেন, টঙ্গীর মুক্তা পানি উৎপাদনের প্লান্টটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। কারণ এখানে বিভিন্নভাবে পঙ্গুত্ববরণকারি শ্রমিক-কর্মচারীরা কাজ করে থাকেন।এসময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, টঙ্গী শারীরিক প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের নির্বাহী...