প্রখ্যাত ইসলামি বক্তা ও স্কলার শায়খ আহমাদুল্লাহ এর ব্যাখ্যায়, এমন ৪টি লক্ষণ রয়েছে, যেগুলোর মাধ্যমে বোঝা যায়—আল্লাহ তায়ালা কাউকে ভালোবাসেন। রাসুলুল্লাহ (সা.) বলেন,“যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি জিব্রাইল (আ.)-কে বলেন: ‘আমি অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো।’ এরপর জিব্রাইল (আ.) আকাশে ঘোষণা দেন, আকাশবাসীরা তাকেও ভালোবাসে। অতঃপর সেই ভালোবাসা জমিনেও প্রতিষ্ঠিত হয়।”(হাদিস: মেশকাত ৫০০৫) তবে মনে রাখতে হবে, জনপ্রিয়তা মানেই যে আল্লাহর ভালোবাসা তা নয়। অনেক অন্যায়কারী ও ঈমানহীন মানুষকেও বহু লোক ভালোবাসে। এখানে বলা হয়েছে—ঈমানদারদের কাছে প্রিয় হওয়া। নেককার ও সৎ মুমিনদের হৃদয়ে যার স্থান হয়—সে আল্লাহর কাছে প্রিয় হতে পারে। আল্লাহ যাকে ভালোবাসেন, তিনি তাকে দুনিয়ার মোহ থেকে মুক্ত রাখেন। এমন ব্যক্তির মনে পদ-পদবি, সম্পদ বা খ্যাতির প্রতি মোহ থাকেনা। আল্লাহ তাকে দুনিয়ার প্রাচুর্য থেকেও বাঁচিয়ে রাখেন—তার...