বাংলাদেশের মতো অন্য কোন দেশে হিন্দুস্থানের এতো দালাল নেই বলে মন্তব্য করেছেন জাগপার সহসভাপতি ও দলটির মুখপাত্র রাশেদ প্রধান। সোমবার (৬ অক্টোবর) রাতে পঞ্চগড় জেলা শহরের মিডিয়া হাউজে শহীদ আবরার ফাহাদ দিবস উপলক্ষে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তির আয়োজিত আলোচনা সভায় এক কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, আমার খুব কষ্ট লাগে বাংলাদেশে বসে বাংলাদেশের খেয়ে একটি সম্প্রদায় সব সময় মাথা উঁচু করে রাখে। তার মধ্যে ছিলো আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলসহ শাহবাগিরা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর তারা ভর করলো জাতীয় পার্টির উপর। জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা হলে তারা জাতীয় লীগ নামে নতুন দল জাতীয় লীগের কাঁধে ভর করে হিন্দুস্থান ও আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে। এসময় তিনি আরও বলেন, বাংলাদেশকে করদরাজ্য বানানোর জন্য একাত্তরের ভারত...