কর্পোরেট ডেস্ক: এডিবি’র অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস এন্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ এর আওতায় বাংলাদেশ ব্যাংক ও এনসিসি ব্যাংক এর উদ্যোগে ময়মনসিংহে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম শেষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে উদ্যোক্তাদেরকে সনদ প্রদান এবং প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়। বাংলাদেশ ব্যাংক, ময়মনসিংহ অফিসের নির্বাহী পরিচালক মোঃ কাওসার মতিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫ জন অংশগ্রহণকারী উদ্যোক্তার মধ্যে সনদপত্র বিতরণ করেন। এসআইসিআইপি এর প্রোগ্রাম ডিরেক্টর এবং এসএমইএসপিডি, বাংলাদেশ ব্যাংক (ঢাকা) এর অতিরিক্ত পরিচালক মোঃ নজরুল ইসলাম এবং এসআইসিআইপি এর উপ-প্রোগ্রাম ডিরেক্টর ও বাংলাদেশ ব্যাংক (ঢাকা) যুগ্ম পরিচালক মোঃ আইয়ুব আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম ২৫ জন প্রশিক্ষিত উদ্যোক্তার মধ্যে ২৩...